স্বাধীনতা নিজেই একটা বড় প্রাপ্তি
স্বাধীনতা নিজেই একটা বড় প্রাপ্তি। আমরা এমন একটা রাষ্ট্রের অধিবাসী হয়ে গিয়েছিলাম; যে রাষ্ট্রটি আসলে অমানবিক। এই অমানবিক রাষ্ট্রের হাত থেকে আমরা রক্তের মূল্যে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই অর্জনটাকে কোনোমতেই ছোট করে দেখা চলে না। কিন্তু কথা হচ্ছে, স্বাধীনতা নিজে একটা অর্জন হলেও আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথা বলেছিলেন সংগ্রামের আগে—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ আমরা মুক্তির সংগ্রামের দিকে অগ্রসর হচ্ছিলাম বলেই আমার মনে হয়েছিল স্বাধীনতা-পরবর্তী সময়ে।