![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/12/15/kiara-advani-151221-01.jpg/ALTERNATES/w640/kiara-advani-151221-01.jpg)
দেড় কোটি রুপিতে গাড়ি কিনলেন কিয়ারা আদভানি
তিনি প্রায় এক কোটি ৫৬ লাখ রুপিতে বুধবার কালো রঙের গাড়িটি কিনেছেন এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে। নিজের সংগ্রহে থাকা গাড়ির মধ্যে বিএমডব্লিউ এক্স৫, মার্জিডিজ বেঞ্জ ই-ক্লাস, বিএমডব্লিউ ৫৩০ডি’র পর অডি’র নতুন মডেলের গাড়িটিও যুক্ত করলেন এ অভিনেত্রী।
অডি ইন্ডিয়ার অফিসিয়াল টুইটারে সদ্য কেনা গাড়ির সঙ্গে কিয়ারার একটি ছবি পোস্ট করে লেখা হয়, “প্রগতি ও সৃজনশীলতা একসঙ্গে এগিয়ে যাবে। অডি’র অভিজ্ঞতা নেওয়ার জন্য কিয়ারা আদভানিকে স্বাগত জানাচ্ছি।”