কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রের স্বরূপ আয়নায় দেখা উচিত

নিউজ বাংলা ২৪ প্রভাষ আমিন প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ২১:২৯

মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ স্বর্গ এমন দাবি কেউই করবেন না। বরং মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের নানান বিষয়ে আমার প্রবল আপত্তি আছে। বিশেষ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুম বাংলাদেশের উন্নয়ন এবং আইনের শাসনের প্রতিষ্ঠায় বড় অন্তরায় হয়ে আছে। পুলিশ এবং পুলিশের এলিট ফোর্স র‌্যাবের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সবচেয়ে বেশি।


র‌্যাব প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি সরকারের আমলে। সন্ত্রাসী পিচ্চি হান্নানের ক্রসফায়ার দিয়েই প্রথম আলোচনায় আসে র‌্যাব। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির অনেক নীতি বাতিল হলেও ‘ক্রসফায়ার’কে তারা বরণ করে নেয় সাদরে। প্রতিষ্ঠার পর থেকে র‌্যাবের বিরুদ্ধে ক্রসফায়ারসহ মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে। তবে র‌্যাবের কৃতিত্বের তালিকাও অনেক লম্বা।


আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জঙ্গি দমন, নারী পাচার রোধ, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে র‌্যাবের সাহসী ভূমিকা প্রশংসা কুড়িয়েছে। শুধু র‌্যাব বলে নয়, সব দেশের আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী সম্পর্কেই ভালোমন্দ অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু একটি দেশের একটি বাহিনীকে টার্গেট করা কোনো কাজের কথা নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও