You have reached your daily news limit

Please log in to continue


Sreelekha: আমার মেয়ে বিনোদন দুনিয়াকে ভাল করে চেনে, তাই যা করবে ভেবেচিন্তেই করবে: শ্রীলেখা

স্বস্তিতে আরিয়ান খান। প্রতি শুক্রবার পুলিশি প্রহরায় তাঁকে আর হাজিরা দিতে হবে না মুম্বইয়ের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি) কার্যালয়ে। এই খবরে কিছুটা হলেও শান্তি ফিরেছে খান পরিবারে। ফের শ্যুট করতে চলেছেন শাহরুখ খান। এত দিন ছেলের জন্য কাজ বন্ধ রেখেছিলেন তিনি। খান পরিবারে ঘটে যাওয়া এই অঘটন ঘটতে পারে টলিউডেও। বাংলা ছবির তারকা দম্পতিরা কি শাহরুখ-গৌরীকে দেখে শিক্ষা নিলেন?

তাঁরা কি বদলাচ্ছেন জীবন যাপনের ধারা? তারকা-সন্তান হিসেবে নয়, বাকি সাধারণ ছেলেমেয়ের মতোই কি তাঁরা বড় করার কথা ভাবছেন নিজেদের সন্তানকে?জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল শ্রীলেখা মিত্রের সঙ্গে। শুরুতেই ‘তারকা’, ‘জনপ্রিয়’ শব্দগুলোয় ঘোর আপত্তি তাঁর। বললেন, ‘‘তারাখসা হতে চাই না কখনও। তাই শিল্পী হিসেবেই বাঁচতে চাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন