লাল-সবুজে সেজেছে সচিবালয়
বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয়। দিনটিকে কেন্দ্র করে লাল-সবুজ আলোয় সেজেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে অবস্থিত বিভিন্ন ভবনে লাল-সবুজসহ নানা রঙের বাতি লাগানো হয়েছে। সচিবালয় ছাড়াও দেশজুড়ে বিভিন্ন সড়ক, স্থাপনা ও ভবন লাল-সবুজসহ নানা রঙের বাতিতে সাজানো হয়েছে। শুধু সরকারি স্থাপনাই নয়, ব্যক্তিগত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও শামিল হয়েছে আলোর এ উদযাপনে।
মনকাড়া এমন আলোকসজ্জায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে। এতে মুগ্ধ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে! ১৬ ডিসেম্বর বাঙালির বীরত্বের ইতিহাস। ৩০ লাখ শহীদের বিনিময়ে এ দিনে আমরা পেয়েছি বিজয়। একপ্রহর পর জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সর্বস্তরের মানুষ।