শাবিপ্রবির সব ইউনিটে ভর্তির সময়সূচি নির্ধারণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। বুধবার (১৫ ডিসেম্বর) ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাংকিং অনুযায়ী বিভিন্ন বিভাগের নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ডাকা হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে র্যাংকিং অনুযায়ী শিক্ষার্থীদের ডাকা হবে। এবারের ভর্তি ফি আট হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী ৪ জানুয়ারি সকাল ১০ টায় এ-১ ইউনিটে র্যাংকিং ১-২০০ পর্যন্ত ও দুপুর ১টায় ২০১-৩৫০ পর্যন্ত, ৫ জানুয়ারি একই ইউনিটে সকাল ৯টায় ৩৫১-৫০০ পর্যন্ত ও দুপুর ১টায় ৫০১-৭৫০ পর্যন্ত, ৬ জানুয়ারি একই ইউনিটে সকাল ৯টায় ৭৫১-৯৫৫ পর্যন্ত ও দুপুর ১টায় বি-২ ইউনিটে ১-৩০ পর্যন্ত র্যাংকিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে। অন্যদিকে ৯ জানুয়ারি ‘বি’ ইউনিটের মানবিক বিভাগ থেকে সকাল ৯টায় ১-২০০ পর্যন্ত ও দুপুর ১টায় ২০১-২৯৯ পর্যন্ত, ১০ জানুয়ারি সকাল ৯টায় একই ইউনিটের বিজ্ঞান বিভাগের ১-২২০ পর্যন্ত ও দুপুর ১টায় বাণিজ্য বিভাগের ১-৮৩ পর্যন্ত র্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে