বারান্দায় ক্যাপসিকাম ফলাবেন?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ২০:০৪
বেল পেপার বা ক্যাপসিকাম পুষ্টিগুণে অনন্য একটি সবজি। এক চিলতে বারান্দাতেই চাষ করতে পারেন এই সবজি। শীতে ক্যাপসিকামের বীজ রোপণ করলে ভালো ফলন হওয়ার সম্ভাবনা থাকে।
কেমন টব বেছে নেবেন
ক্যাপসিকাম চাষের জন্য এমন টব বেছে নিন যেটার নিচে বেশ কয়েকটি ছিদ্র আছে। এতে বাড়তি পানি জমে থাকবে না মাটিতে। টবের বদলে জিও ব্যাগ বা গ্রো ব্যাগে লাগাতে পারেন গাছ। অন্তত ১০ থেকে ১২ ইঞ্চি গভীর টব বাছাই করতে হবে
- ট্যাগ:
- লাইফ
- সৌন্দর্য
- বারান্দায় বাগান
- ক্যাপসিকাম