যে বাড়িতে বাস ৮ হাজার মানুষের
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মেহারণ গ্রামের একটি বাড়ির নাম ‘দালাল বাড়ি’। বাড়িটিতে বসতঘর এক হাজারের বেশি, যাতে বাস সাড়ে ৮০০ পরিবারের প্রায় ৮ হাজার মানুষের। লোকজ ইতিহাস, ঐতিহ্য, নানা জনশ্রুতি, লোকসংখ্যা, আয়তনসহ নানা ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যের কারণে জেলার মানুষে বাড়িটিকে একনামে চেনে।
প্রায় এক কিলোমিটার দীর্ঘ ও প্রায় আধা কিলোমিটার প্রস্থের দালাল বাড়ি নিয়েই একটি গ্রাম। একটি ওয়ার্ড। সেই অর্থে এটি না বাড়ি, না গ্রাম, না ওয়ার্ড। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রের তথ্য, এই বাড়িতে ভোটার আছেন আড়াই হাজারের বেশি। প্রতিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এই বাড়ির ভোটারদের ভোটে একজন ইউপি সদস্য নির্বাচিত হয়ে থাকেন।