![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632558382405.jpg&path=/uploads/news/2021/Dec/15/1639568489164.jpg&width=600&height=315&top=271)
পনেরো বছর ধরে বিজয়ের মাসে পতাকা বিক্রি করেন লাভলু
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতি বছর এই মাসে শুরু হয় জাতীয় পতাকা বিক্রির ধুম। বিজয়ের মাসে বাড়ির ছাদ, ঘরের বারান্দায়, এমনকি বিভিন্ন ব্যক্তিগত গাড়িতেও লাল-সবুজের জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
অন্যান্য জেলার ন্যায় কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায়ও দেখা যায় মৌসুমী পতাকা বিক্রেতাদের ব্যস্ততা। তাদেরই একজন লাভলু। শহরের থানা ট্রাফিক মোড়ে কথা হয় তার সাথে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিজয় দিবস
- হকারের পতাকা বিক্রি