মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘আমার বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ১৭:৫২

উৎসবের দিনগুলো একাই পালন করে লরা। এই পৃথিবীতে আপন কেউ নেই তার।বিদেশের এক ডরমেটরিতে গিয়ে এই সত্যটা জানতে পারে বাংলাদেশি তরুণী জুঁই। মা-বাবা হারা লরার প্রতি অদ্ভুত মায়া হয় জুঁইয়ের। এ জন্য লরাকে পহেলা বৈশাখ দেখাতে বাংলাদেশে নিয়ে আসে জুঁই। 


বাংলার রূপ-বৈচিত্র্য দেখে বিস্মিত হয় লরা। এক সময় জুঁইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে পুরো বাংলাদেশ দেখতে। জঙ্গল, পাহাড়, চা-বাগান, সমুদ্র, নানা খাবার, বিয়েবাড়ি, বাউল গান- সর্বোপরি বাংলার অপরূপ সৌন্দর্য, মানুষের আতিথেয়তা, খাবারের স্বাদ মুগ্ধ করে লরাকে। সাকরাইন উৎসবে আলো-আঁধারির মাঝে দাঁড়িয়ে লরার মনে হয়, বাংলার এই সৌন্দর্য সে কখনও ভুলতে পারবে না। আবার বিস্তৃত সমুদ্রের সামনে দাঁড়িয়ে মনে হয়, এটাই তার বাড়ি, এটাই তার ঠিকানা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও