![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/12/15/telegram-151221-01.jpg/ALTERNATES/w640/telegram-151221-01.jpg)
টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করতে চান জার্মান রাজনীতিবিদ
উগ্রপন্থী কন্টেন্ট ট্র্যাক করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করলে মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ অ্যাপল ও গুগলের অ্যাপস্টোর থেকে সরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জার্মানির এক রাজনীতিবিদ। জার্মানিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন বিরোধী প্রচারণায় ব্যবহারের জেরে টেলিগ্রাম অ্যাপটির উপর খেপেছেন অনেকেই। ভ্যাকসিন বিরোধী নানা কন্টেন্ট আদান-প্রদান এবং জনসমক্ষে প্রতিবাদ সংগঠনের কাজে অ্যাপটি ব্যবহার করছেন ভ্যাকসিন বিরোধীর ষড়যন্ত্র তাত্ত্বিকরা।
কিন্তু টেলিগ্রাম কর্তৃপক্ষ বলছে ‘সরকারি সেন্সরশিপের’ সামনে মাথা নোয়াতে জানেন না তারা। অধিকারকর্মী আর প্রতিবাদকারীদের কাছে আলাদা কদর আছে অ্যাপটির। বিশেষ করে ফেইসবুকের মতো অন্যান্য প্ল্যাটফর্মগুলো বিভিন্ন দেশের সরকারের চাপের মুখে বিদ্বেষপূর্ণ বক্তব্য, মিথ্যাচার ও ষড়যন্ত্র তত্ত্ব মোকাবেলায় তৎপরতা বাড়ানোয় কদর বেড়েছে টেলিগ্রামের।