মার্কিন নিষেধাজ্ঞায় ঘাবড়ে যাওয়ার অবস্থায় নেই বাংলাদেশ: অধ্যাপক ইমতিয়াজ আহমেদ
এসব নিষেধাজ্ঞার ক্ষেত্রে নানা প্রক্রিয়া আছে আর সে কারণে সময় লাগতেই পারে। এই সময়ে এসে নিষেধাজ্ঞার কারণ হতে পারে, জো বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। বেশ কিছু কারণেই তিনি এটা করছেন। প্রথমে বলা যায়, ক্যাপিটল হিলের ওপর যে হামলা হলো, তাতে বিশ্বজুড়ে মার্কিন গণতন্ত্র একটি কার্টুনে পরিণত হয়ে পড়ে। এটা তো অস্বীকার করলে চলবে না। এটা অন্য কোনো দেশে হলে তার পেছনে একেবারে ব্যর্থ রাষ্ট্র তকমা জুড়ে দেওয়া হতো।
এটা যুক্তরাষ্ট্রের জন্য অচিন্তনীয় বিষয়। আরেকটি বিষয় কিন্তু অনেকেই খেয়াল রাখছে না। সেটি হলো, এখন পর্যন্ত জো বাইডেনকে স্বীকার করে নেননি ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত বলছেন, তিনি অবৈধ প্রেসিডেন্ট। তাঁর পেছনে প্রায় সাত কোটি ভোটারের সমর্থন আছে। এর কিছু প্রভাব আমরা দেখছি। যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে টিকা না নেওয়া থেকে শুরু করে নানা কর্মকাণ্ডে এসব চোখে পড়ছে। গণতন্ত্রের প্রধান রক্ষাকারী যুক্তরাষ্ট্রের এ অবস্থা তো কাঙ্ক্ষিত নয়।