গড়ে ৮৯টি শব্দ বুঝতে পারে কুকুর

নিউজ বাংলা ২৪ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০৭:৫৩

শিকারিজীবন থেকেই মানুষের আস্থার সঙ্গী হয়ে আছে কুকুর। আধুনিক জীবনে গৃহপালিত প্রাণী হিসেবে মানুষের আরও কাছে এসেছে এরা। হাজার হাজার বছর ধরে মানব সমাজের ঘনিষ্ঠ থাকার সুবাদে কুকুর মানুষের ভাষার অনেক শব্দ বোঝার সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করছেন গবেষকেরা।


তারা বলছেন, বেশির ভাগ কুকুর মানুষের কাছ থেকে পাওয়া নির্দেশনামূলক শব্দ এক মুহূর্তে বুঝে ফেলতে সক্ষম। ফলে ইরেজিতে ‘ওয়াক (হাঁটো)’ বা ‘সিট (বসো)’ অথবা ‘স্টে (থামো)’ শব্দ বলামাত্র এরা নির্দেশনা পালনে তৎপর হয়। এমনকি কুকুর কোনো কোনো ক্ষেত্রে মানুষের কণ্ঠস্বরের হেরফেরও ধরতে পারে। তাই মালিক রেগে আছেন, নাকি আনন্দিত সেটা বুঝতে এদের খুব বেশি অসুবিধা হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও