ভারতে কৃষকদের বিজয়ের ডিসেম্বর

দেশ রূপান্তর সৌমিত্র দস্তিদার প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০৯:০৩

মানুন না মানুন কখনো কখনো জ্ঞানী মানুষের কথা অক্ষরে অক্ষরে ফলে যায়। এই যেমন এখন মাও সে তুং-এর সেই অতি বিখ্যাত কাগুজে বাঘের তত্ত্ব আমাদের কৃষক আন্দোলনের বেলায় কেমন ঠিকঠাক খেটে গেল। অতি শক্তিধর আপাত পরাক্রমশালী বাঘ কেমন কাগুজে ব্যাঘ্র হয়ে যুদ্ধক্ষেত্র থেকে ল্যাজ গুটিয়ে পালাতে পারে তা কিন্তু সত্যিই ভারতের কৃষকরা নতুনভাবে প্রমাণ করে দিল। এর আগে বেশ কয়েকবার ভারতের কৃষক আন্দোলনের কথা লিখেছি। আর একবার লিখছি। এবার বিজয়ের কথা। জানি ডিসেম্বর বাংলাদেশের মানুষের বিজয়ের মাস। ৭১ সালের মুক্তিযুদ্ধের মহান সাফল্যের উদযাপন ইতিমধ্যেই ঢাকা ও অন্যত্র শুরু হয়ে গেছে। বাংলাদেশের মতো অত ব্যাপক লড়াইয়ের কাছে নিশ্চিত কোনোদিক দিয়েই আমাদের দেয়ালে পিঠ দিয়ে চোয়াল শক্ত করা দীর্ঘ আন্দোলনের কোনো তুলনা হবে না। রক্তক্ষয়ী এক সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে নতুন এক স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছিল। আর আমাদের লড়াই সংবিধান বাঁচানোর। করপোরেট পুঁজির কাছে দেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত রোখার। এবং কেন্দ্রীয় সরকারের সরাসরি মদদে এদেশে নতুন যে উগ্র হিন্দুত্ববাদী আস্ফালন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও