আফগানিস্তানে মানবিক সংকট
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াটসন ইনস্টিটিউটের ‘কস্টস অব ওয়ার প্রজেক্ট’-এর তথ্য মতে, আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে প্রায় এক লাখ ৭৬ হাজার মানুষ মারা গেছে। তাদের মধ্যে ৪৬ হাজার বেসামরিক নাগরিক। এই পরিসংখ্যান ভয়াবহ অবশ্যই, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভবিষ্যদ্বাণী শুনলে এটিকে মামুলি মনে হতে পারে। সংস্থাটির মতে, এই শীতে আফগানিস্তানে অনাহারে মারা যাবে পাঁচ বছরের কম বয়সী ১০ লাখ শিশু। এ ছাড়া আরো ২২ লাখ মানুষ তীব্র অপুষ্টিতে ভুগবে, যদি জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা না নেওয়া হয়।