সীমান্তে ঢুকে বিএসএফের ভাঙচুর, বিজিবির প্রতিবাদ
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বসতবাড়ি ভাঙচুর এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ভয়ে পালাতে গিয়ে দুই নারী আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পকেট নামক এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার এই ঘটনার লিখিত প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাতে ৪৭ বিএসএফ ফুলবাড়ী ক্যাম্পের একটি টহলদল বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে। তারা ওই এলাকায় নুরুল হক ওরফে নুরুল পরীর ছেলে আয়নাল হকের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির গেট ও ঘরের বেড়া ভাঙচুর করে। ভয়ে পালাতে গিয়ে আয়নালের মা মনোয়ারা বেগম ও শাশুড়ি আনো বেগম আহত হয়েছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
জাগো নিউজ ২৪
| বেনাপোল, যশোর
১১ মাস আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে