দুই গোলে এগিয়েও ড্র ভারতের, জেতেনি পাকিস্তানও

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ২১:০২

বাংলাদেশে আজ হকির বিশেষ দিন। প্রথমবারের মতো এশিয়ার হকি শীর্ষ পর্যায়ের টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির আয়োজক বাংলাদেশ। উদ্বোধনী দিনে আজ স্বাগতিক দলের খেলা ছিল না। উপমহাদেশের দুই জনপ্রিয় দল ভারত ও পাকিস্তান আলাদা দুটো ম্যাচে মাঠে নেমেছে। নিজ নিজ ম্যাচে অবশ্য কেউই জয়ের মুখ দেখেনি, দুই দলই করেছে ড্র। 


পাকিস্তানের চেয়ে ভারতের আফসোসটা অবশ্য বেশিই হওয়ার কথা। দলটা যে দুই গোলের লিড খুইয়ে ড্র করেছে! দিনের প্রথম ম্যাচে ভারত এগিয়ে গিয়েছিল ৪ মিনিটেই। ললিত কুমার উপাধ্যায়ের স্টিক থেকে আসে গোলটি। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে ভারত। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার পায় দক্ষিণ কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে কিম হিউনজিনের পুশে স্টপ করেন কিম শুন ইয়নের হিটে জেন জং ইউনের গোল। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটেই সমতা আনে কোরিয়া। ফিল্ড গোল করেন কিম সুং ইউন। তাতেই ড্রয়ে বাধ্য হয় ভারত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও