সিনেপ্লেক্সে আশানুরুপ দর্শক নেই, বিস্ময় কর্তৃপক্ষের

বার্তা২৪ বসুন্ধরা সিটি শপিং মল প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১৮:৫৮

ভালো মানের চলচ্চিত্র, ভালো নির্মাতা ও নির্মাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো রিভিউ ও প্রশংসার জোয়ার। তবু কেন পর্যাপ্ত দর্শক সাড়া মিলছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে স্টার সিনেপ্লেক্স।


স্টার সিনেপ্লেক্স এর পক্ষ থেকে এর বিপণন বিভাগের কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “কোন এক বিচিত্র কারণে হলে দর্শক সংখ্যা আশানুরুপ নয়। সর্বশেষ ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটির পর থেকে এ কাণ্ড ঘটছে। শুধু যে মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘লাল মোরগের ঝুঁটি’ বা ‘কালবেলা’ চলচ্চিত্র দু’টি তা নয়, ‘মিশন এক্সট্রিম’-এর ক্ষেত্রেও আমরা দেখেছি দর্শক প্রত্যাশা অনুযায়ি নেই।”


কান চলচ্চিত্র উৎসব ঘুরে আসা চলচ্চিত্রটির অধিক প্রচারণায় দর্শক কি কোন কারণে হোঁচট খেয়েছে? এমন প্রশ্নের উত্তর এড়িয়ে মেসবাহ বললেন, “শুধু ফেসবুক কেন্দ্রিক দর্শক নয়, অফলাইনেও প্রচারণা হয়তো প্রয়োজন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও