প্রযুক্তিভিত্তিক লেনদেন আরও গতি পাবে

প্রথম আলো প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১৫:৫৬

প্রায় দুই বছর ধরে করোনা মহামারি বিশ্বকে অনিশ্চয়তার মুখে রেখেছে। তবে এরই মধ্যে ভ্যাকসিন অথা৴ৎ টিকার প্রয়োগ শুরু হওয়ায় অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা তৈরি হয়েছে। কিন্তু মাঝেমধে৵ করোনার নতুন ধরন এসে বিশ্বকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। তবে করোনা পরিস্থিতিতে ডিজিটাল তথা প্রযুক্তিভিত্তিক লেনদেন বেশ গতি পেয়েছে, যা আগামী ২০২২ সালেও জোরদার থাকবে।


বৈশ্বিক অর্থনীতি নিয়ে মাস্টারকার্ড ইকোনমিকস ইনস্টিটিউটের ‘অর্থনীতি ২০২২’ শীর্ষক পূর্বাভাসে এমন আশার কথাই শোনানো হয়েছে। প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠান বলছে, মানুষের সঞ্চয় ও ব্যয়, সরবরাহ ব্যবস্থা, প্রযুক্তিগত উৎকর্ষ, বৈশ্বিক ভ্রমণ প্রবণতা ও অর্থনৈতিক ঝুঁকি—এই পাঁচটি মৌলিক বিষয়ই বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি ঠিক করে দেবে। মাস্টারকার্ড মনে করে, অমিক্রনের মতো করোনার নতুন নতুন ধরন দেখা দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি থাকবে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও