বিশ্বের সবচেয়ে বড় লেজ যে বিড়ালের
শিকারি বিড়ালকে গোফ দিয়ে চেনা গেলেও সিলভার মাইনে কুনের বিড়াল সাইগনুসকে চেনা যায় তার লেজ দিয়ে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় লেজের অধিকারী এই বিড়াল। ২০১৭ সালে গিনেস বুক অব রেকর্ডে নাম ওঠে সাইগনুসের। আমেরিকার মিশিগানে বাস করা বিড়ালটির নাম সাইগনুস অব ফার্নডেল।
বিড়ালটির লেজের দৈর্ঘ্য ৪৪.৬৬ সেন্টিমিটার বা ১৭.৫৮ ইঞ্চি। সাইগনুসকে নিয়ে খুব খুশিতেই দিন কাটে তার মালিকের। বিড়ালটির মালিক স্বামী-স্ত্রী লরেন এবং উইল পাওয়ারসকে বেশ দুশ্চিন্তায়ই থাকতে হয় তাকে নিয়ে। বাড়ির চারপাশে হাঁটা এবং দরজা বন্ধ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় তাদের।
- ট্যাগ:
- জটিল
- দৈর্ঘ্য
- অবিশ্বাস্য
- বিড়ালের লেজ