যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট বৃত্তির আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত

ডেইলি স্টার মার্কিন দূতাবাস, ঢাকা প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:০০

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টা ৫৯ মিনিট পর্যন্ত আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এর আগে, এই বৃত্তির জন্য আবেদনের শেষ সময় ছিল ১১ ডিসেম্বর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


সম্প্রতি ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের ২০২২ সালে অনুদান প্রদানের ঘোষণা দেয় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার।


এক শিক্ষাবর্ষ মেয়াদে গবেষণার জন্য এ অনুদান দেওয়া হবে। অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি–বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকদের (১০ বছর বা ততোধিক সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন) গবেষণা বা শিক্ষকতার কাজ পরিচালনার জন্য এ অনুদান দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও