বগুড়ায় প্লাস্টিক কারখানার আগুনে ৫ মৃত্যু
বগুড়ায় সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জ্বল হোসেনের প্লাস্টিক কারখানায় আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার এলাকায় বিআইআরএস নামের কারখানাটিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ আগুন লাগে বলে আদমদিঘী থানার ওসি জালাল উদ্দিন।
খবর পেয়ে বগুড়া ও নওগাঁ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর বেলা পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মোরশেদ আলম জানান, পোড়া কারখানা থেকে এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করেছেন তারা।স্থানীয়রা জানান, হঠাৎ করেই কারখানাটিতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।কারখানার মালিক মেয়র তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অগ্নিকাণ্ডে ২০ কোটি টাকার মেশিনসহ ২৫ থেকে ২৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”