জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠে স্বৈরাচারী সরকারকে সরিয়ে জনগণের সরকার, পার্লামেন্ট ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।মঙ্গলবার সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, জাতিকে মেধাশূন্য করে দিতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। আমরা এ বছর স্বাধীনতার ৫০ বছর পার করতে চলেছি। কিন্তু দুর্ভাগ্যের কথা, ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম, বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছিলেন, সেই লক্ষ্য—গণতান্ত্রিক একটি রাষ্ট্র এখন পর্যন্ত আমরা পাইনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে