আফ্রিকা কি নতুন আফগানিস্তান হচ্ছে
চলতি বছরের ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতন হয়। এর মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে চলে যায়। আগস্টের শেষ দিকে আফগানিস্তান ত্যাগ করে মার্কিন বাহিনী। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে। গত দুই দশকে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি যুক্তরাষ্ট্র। একই পরিস্থিতি এখন বিরাজ করছে পশ্চিম আফ্রিকায়। সেখানে সাহেল অঞ্চলের চূড়ান্ত আফগানিস্তানের মতো হতে চলেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের এক প্রতিবেদনে এ আশঙ্কা করা হয়েছে।
আফগানিস্তানে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ চালাতে গিয়ে যুক্তরাষ্ট্র অনেক মাশুল দিয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার সেনা নিহত হয়েছেন। প্রতিবছর নভেম্বরে অনেক পশ্চিমা দেশ, রাজনীতিক, সেনাসদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের দেশের জন্য লড়াইয়ে নিহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এক সঙ্গে সমবেত হন।