ইঁদুরের কামড়ে করোনা! রিপোর্ট হাতে চক্ষু চড়কগাছ তরুণীর

shono.sangbadpratidin.in তাইওয়ান প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০৭

তাইওয়ানের সেরা গবেষণাগারে কাজ করতে গিয়ে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেন এক তরুণী। সে দেশের অ্যাকাডেমিকা সিনিকা ল্যাবরেটরির জিনোমিক রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন তিনি। তাইওয়ানের মোট ১৮টি বায়োসেফটি লেভেল-থ্রি ল্যাবরেটরির মধ্যে নিরাপত্তার মাপকাঠিতে দ্বিতীয় স্থানে রয়েছে এই গবেষণাগার। ফলে সেখানে করোনা ভাইরাসের প্রবেশ বেশ চমকে দেওয়ার মতোই খবর। তা ছাড়া গোটা তাইওয়ানেই এক মাসের বেশি সময় ধরে স্থানীয় কোনও মানুষ করোনা আক্রান্ত হননি। নভেম্বর মাসের ৫ তারিখে দ্বীপরাষ্ট্রটিতে শেষ কেসের খবর পাওয়া গিয়েছিল। এদিকে এই তরুণীও সাম্প্রতিক কালে ওই অঞ্চল ছেড়ে অন্য কোথাও বেড়াতে যাননি, অর্থাৎ সাম্প্রতিক অতীতে তাঁর কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। তার থেকেও বড় কথা, সম্প্রতিই টিকাকরণ হয়েছে তাঁর। মডার্না ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন ওই তরুণী। তাহলে কোথা থেকে তাঁর শরীরে বাসা বাঁধল এই মারণ ভাইরাস? সেই প্রশ্নই উঠেছে সকলের মনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে