মহাশূন্যেও দক্ষিণ এশিয়া অঞ্চলের খাবার জনপ্রিয়! কিন্তু কেন?
www.tbsnews.net
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১১:২৯
মহাশূন্যে নভোচারীদের জীবন কেমন হয়? মহাকাশযানে তারা কিভাবে থাকেন? কী খাওয়া-দাওয়া করেন? এই সবকিছু নিয়ে কৌতূহল বহু মানুষের। এমন সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে নাসার ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক-গবেষক অনিল মেনন জানালেন, মহাকাশে গিয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের খাবার খেতেই বেশি পছন্দ করেন নাসার মহাকাশচারীরা। শুধু নাসায়ই নয়, প্রায় সব দেশের মহাকাশচারীদেরই এ অঞ্চলের খাবারের প্রতি ঝোঁক বেশি থাকে ।
- ট্যাগ:
- জটিল
- মহাশূন্য
- মহাশূন্যযান
- নভোচারী