সরকার বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে: মোশাররফ
ক্ষমতাসীনরা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে নিজেদের অনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘যারা বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’
সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন কথা বলেন। বিএনপির পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়।