গোপনে টিকার বুস্টার ডোজ গ্রহণের হিড়িক

সমকাল প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ২০:১০

দেশে গত শনিবার পর্যন্ত করোনাভাইরাসের প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৬ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৮৮৬ জন। তাদের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ৬৯১ জন। সরকার ১২ কোটি ৮০ লাখ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ হিসাবে এক ডোজ করে ৫১ দশমিক ৯৬ শতাংশ এবং ৩৩ দশমিক ৪০ শতাংশ মানুষ দুই ডোজ করে টিকা পেয়েছেন। এর বাইরেও বিপুলসংখ্যক মানুষ টিকার অপেক্ষায় রয়েছেন।


টিকাদান কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি আসছে না। এমনকি টিকাদানে জনসাধারণকে আগ্রহী করে তুলতে তেমন প্রচার-প্রচারণাও নেই। এর মধ্যেই টিকা নিয়ে এক ধরনের নৈরাজ্য শুরু হয়েছে। টিকার দুই ডোজ গ্রহণকারীদের অনেকেই বুস্টার ডোজ নিয়েছেন। এ সংখ্যা কত তার সঠিক হিসাব নেই। ওমিক্রন সংক্রমণের বিষয়টি আলোচনায় আসার পর গোপনে বুস্টার ডোজ গ্রহণের হিড়িক পড়েছে। অনৈতিকভাবে অনেকেই টিকার তৃতীয় ডোজ নিলেও রেকর্ডপত্রে এর উল্লেখ পর্যন্ত নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও