‘দেশে বছরে ৪ লাখ অপরিণত শিশু জন্ম নেয়’
দেশে প্রতি বছর জন্ম নেওয়া ৩০ লাখ শিশুর মধ্যে চার লাখই অপরিণত। এ সংখ্যা বছরে জন্ম নেওয়া মোট শিশুর সাড়ে ১২ শতাংশের বেশি। এ ছাড়া জন্মের ২০-৩০ দিনের মধ্যে চক্ষু পরীক্ষা করে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা না করালে শিশু পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে।
সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সেমিনার হলে রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি (আরওপি) বিষয়ক সেমিনারে বক্তারা এ কথা বলেন।হাসপাতালের চক্ষু বিভাগের উদ্যোগে ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় সেমিনারটি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার।