ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় উত্তাল একাত্তরের দুর্লভ মুহূর্ত
ফরাসি ফটোসাংবাদিক অ্যান ডি হ্যানিংয়ের দুর্লভ সব আলোকচিত্র নিয়ে প্রদর্শনী চলছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিআরআই (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন) এবং সামদানী আর্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
গত ১০ ডিসেম্বর ‘হিস্টোরি ইন দ্য মেকিং- ফটোগ্রাফস বাই অ্যান ডি হেনিং’ শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও সিআরআই এর ট্রাস্টি নসরুল হামিদ বিপু ও সামদানি আর্ট ফাউন্ডেশনের সভাপতি নাদিয়া সামদানী ও প্রদর্শনীর কিউরেটর রুক্সমিনি রিকভানা কিউ চৌধুরী।