![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/a32650ba-42b6-48c9-ab3f-b08b19d267d7-2112131139.jpg)
কক্সবাজারে মদপানে জেলের মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির জেলেপাড়া এলাকায় সোমবার সকালে মিলন জলদাস নামে এক জেলে অতিরিক্ত মদপান করে মারা গেছেন। জানা গেছে, রোববার রাতে জেলেপাড়া এলাকায় মিলন জলদাস মদপান করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। জলদাস হ্নীলার সুধীর জলদাসের ছেলে। টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদপানের ফলে জেলের মৃত্যু হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে