 
                    
                    তিন বছরে কোনো কাজেই এলো না ৮ অ্যাম্বুলেন্স
প্রান্তিক মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় সেজন্য ২০১৮ সালে গাজীপুরের শ্রীপুরের আটটি ইউনিয়ন পরিষদে (ইউপি) বিতরণ করা হয়েছিল একটি করে অ্যাম্বুলেন্স।তবে কর্তৃপক্ষের উদাসীনতা, পরিকল্পনার অভাব এবং তিন বছরেও ব্যবহার না করায় এগুলো এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট তথ্যমতে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে গ্রামীণ অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করেন তৎকালীন জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অ্যাম্বুলেন্সগুলো নিজস্ব অর্থে কিনেছিলেন তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল। তখন বলা হয়েছিল গ্রামের অসহায়-দরিদ্র রোগী ও প্রসূতি মায়েদের যেন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা সম্ভব হয় সেজন্য এগুলো দেওয়া হয়েছে। এর তত্ত্বাবধান করবে ইউনিয়ন পরিষদ। বি
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিকল
- স্বাস্থ্যসেবা
- অ্যাম্বুলেন্স
- উদাসীন
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                