![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/3D15/production/_122073651_gettyimages-1237181728.jpg)
জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসার প্রথম ধাপের অস্ত্রোপচার - BBC News বাংলা
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১৭:২২
জন্ম থেকেই জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসাকে আলাদা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকাল সোয়া আটটার সময় অচেতন করা হয় তাদের। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে এই অস্ত্রোপচার। এই অস্ত্রোপচারে ৩২জন চিকিৎসক অংশ নিচ্ছেন বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আইয়ুব আলী।
তিনি বলেন, এই অপারেশনের কসমেটিক বিভাগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। মি. আলী বলেন "আজকের মত অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন ছয় সপ্তাহ পর্যবেক্ষণের পর দ্বিতীয় ধাপের অপারেশন করা হবে"। শিশুদের জ্ঞান ফিরেছে এবং তারা এখন হাসপাতালের আইসিউতে আছে।
২০১৯ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করে লাবিবা ও লামিসা। তাদের বয়স এখন আড়াই বছর। নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপাড়া গ্রামের রাজমিস্ত্রির সহকারী লাল মিয়া ও মনুফা আক্তার দম্পতির সন্তান তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অস্ত্রোপচার
- জোড়া শিশু