![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252F3fd1c155-05f8-44a3-bd4d-07b21c5941c7%252Fkamran_akmal_1024.jpg%3Frect%3D0%252C133%252C1024%252C576%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
সবচেয়ে নিচের ধাপে নামিয়ে দেওয়ার অপমানে খেলবেনই না কামরান আকমল
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১৬:৩২
তিনি ছিলেন ‘প্লাটিনাম’ শ্রেণিতে। সেখান থেকে প্রথমে তাঁকে ‘গোল্ড’ শ্রেণিতে নামানো হলো। এতটুকু পর্যন্ত মেনে নিতেও কোনো আপত্তি ছিল না কামরান আকমলের। কিন্তু পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে শেষ পর্যন্ত তাঁকে নামিয়ে দেওয়া হলো ‘সিলভার’ শ্রেণিতে(সবচেয়ে নিচের শ্রেণি)। এ শ্রেণি থেকেই তাঁকে পিএসএলের ড্রাফট থেকে দলে রেখে দিয়েছে পিএসএলে কামরানের দল পেশোয়ার জালমি।
কিন্তু ফ্র্যাঞ্চাইজি তাঁকে রাখলেও এভাবে থাকা কামরানের কাছে মনে হচ্ছে অপমান। এরই মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ জানিয়ে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান জানিয়ে দিয়েছেন, এ অপমান সয়ে আগামী মৌসুমে পেশোয়ারের হয়ে পিএসএলে তিনি খেলবেন না।