মাঠ ফাঁকা পাচ্ছেন না আইভী, লড়তে চান বিএনপির চার নেতা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রতি মুহূর্তে দৃশ্যপট পাল্টে যাচ্ছে। তপশিল ঘোষণার পর প্রথম দিকে বিএনপি সিটি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও পরে বিএনপির তিন নেতা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চতুর্থ নেতা হিসেবে আজ সোমবার মনোনয়ন সংগ্রহ করার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ফলে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ফাঁকা মাঠ পাচ্ছেন না আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
এরই মধ্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে শেষ পর্যন্ত বিএনপির এই চার নেতার মধ্যে একজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের অঘোষিত সমর্থনে নির্বাচনে মেয়র পদে অংশ নেবেন। এরই মধ্যে এ ব্যাপারে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছে দলের একটি নির্ভরযোগ্য সূত্র।