‘চাহিদার সুযোগে’ মধ্যপ্রাচ্যের টিকেটের দাম দ্বিগুণ, বিপাকে যাত্রীরা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০০:৩৬
মোটরগাড়ির ডেন্টিং মিস্ত্রি মো. সোহাগ প্রায় সাত বছর ওমানে থেকে চলতি বছর দেশে এসেছেন। এবার তিনি কর্মী ভিসায় সৌদি আরবে যাবেন। তবে বাদ সেধেছে টিকেটের দাম। সাধারণত ৩০ থেকে ৪০ হাজারের মধ্যে যে টিকেটের দাম ওঠানামা করত তা এখন ৯০ হাজারে গিয়ে ঠেকেছে। টিকেট কিনতে ট্রাভেল এজেন্সিগুলোতে ঘুরছেন সোহাগ।
ট্রাভেল এজেন্টদের দাবি, ঢাকা থেকে রিয়াদ, দুবাই, আবুধাবি, দাম্মাম, মাস্কাট, দোহাসহ মধ্যপ্রাচ্যের সব রুটেই টিকেটের দাম বেড়েছে। প্রায় সব এয়ারলাইন্সের টিকিটের দামই আগের চেয়ে অনেক বেশি।কোভিড পরিস্থিতি নিম্নমুখী হওয়ার পর মধ্যপ্রাচ্যে জনশক্তির বাজারগুলোতে প্রবাসী কর্মীদের ডাক পড়া শুরু হলে যাত্রী বেড়েছে; টিকিটের এ বাড়তি চাহিদার কারণেই মূলত দাম বাড়ানো হয়েছে।