রাঙ্গামাটিতে সাড়ে ৩ একর গাঁজার ক্ষেত ধ্বংস, যুবক আটক
রাঙ্গামাটি জেলার কাউখালী থানায় অভিযান চালিয়ে সাড়ে তিন একর জমির একটি গাঁজাক্ষেত ধ্বংস করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে মাদক চাষে জড়িত থাকার অভিযোগে মনি চাকমা (৪৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত ঘাড়ভেঙ্গা চাকমার ছেলে বলে জানা গেছে। রোববার (১২ ডিসেম্বর) সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, কাউখালী থানার ডেবাছড়ি দুর্গম পাহাড়ি এলাকায় একদল ব্যবসায়ী অবৈধভাবে গাঁজা চাষ করছে— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখানে থাকা সাড়ে তিন একর জমির একটি গাঁজাক্ষেত ধ্বংস করা হয়। ওই ক্ষেতে ছয় হাজারের মতো গাঁজা গাছ ছিল। ধ্বংস করা গাঁজার আনুমানিক ওজন সাড়ে তিন হাজার কেজি, যার বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি ২৫ লাখ টাকা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১০ মাস আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে