![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2017%2F10%2F01%2F9e1e04435cf5a5891f64906ccc1ab4c4-59d11312770bd.jpg%3Fjadewits_media_id%3D256377)
যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়াবে সরকার
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী র্যাব ও এর ছয় জন সাবেক এবং বর্তমান কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। শুক্রবার (১০ ডিসেম্বর) ওই নিষেধাজ্ঞা দেওয়ার পরে মার্কিন রাষ্ট্রদূতকে সমন করা হয়। শনিবার (১১ ডিসেম্বর) মৌখিকভাবে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্নমুখী সম্পর্ক রয়েছে বাংলাদেশের। ফলে এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে চায় ঢাকা।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের উদ্বেগের বিষয়টি তাদের জানিয়েছি।’ ওইদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দুপক্ষের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।’