You have reached your daily news limit

Please log in to continue


মাইক্রোসফট টিমস ইনস্টলে বাগ, বিপদে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী

‘মাইক্রোসফট টিমস’ সংশ্লিষ্ট এক বাগে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বেশ বিপাকে পড়েছিলেন বলে নিশ্চিত করেছে গুগল। বিপদে পড়লেও জরুরী সেবাদাতাদের সঙ্গে ফোন থেকে যোগাযোগ করতে পারছিলেন না ওই ভুক্তভোগীরা। ভুক্তভোগী এক মার্কিন ব্যবহারকারী অনলাইন পোস্টে জানিয়েছেন, তার দাদী স্ট্রোক করছেন আশঙ্কায় ৯১১-এ কল করেন তিনি। “

একবার রিং হওয়ার পরেই আটকে যায় আমার ফোন”-- জানিয়েছেন ওই ভুক্তভোগী।পরবর্তীতে গুগল জানিয়েছে, সফটওয়্যার বাগটি চিহ্নিত করতে সক্ষম হয়েছে তারা এবং সমাধানে কাজ করছে।“আমাদের বিশ্বাস, মাইক্রোসফট টিমস ইনস্টল করা আছে কিন্তু ব্যবহারকারী লগ-ইন করেননি এমন ডিভাইসগুলো মধ্যে ছোট একটি শতাংশে ওই সমস্যা আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন