Gigantic Python: ভয়ডরহীন! বিশাল সাপের গাল টিপে আদর করছে শিশু! ভিডিয়ো ভাইরাল

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১৭:২৭

সাপ দেখলে ভয় পান না, এমন মানুষ খুঁজে বের করা দুষ্কর। আর সাপের বহর যদি হয় বড়, আর থলিতে থাকে বিষ, তাহলে তো কথাই নেই। কিন্তু যদি দেখেন, পেল্লায় সাপকে নিয়ে নিজের খেয়ালে খেলে বেড়াচ্ছে কোনও খুদে! অবাক হবেন তো। এমনই মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা রক্ত বইয়ে দেওয়া দৃশ্যই রোজনামচা এক শিশুর। আর লোকজনকে ভয় পেতে দেখে হেসেই কুটিপাটি খুদে!

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, চার কিংবা পাঁচ বছরের একটি শিশু লাল জামা আর নীল প্যান্ট পরে বসে আছে একটি রোয়াকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, খুদের দিকে এগিয়ে আসছে একটি অতিকায় পাইথন। এই দৃশ্য দেখে আপনার ভিরমি খাওয়ার জোগাড় হলেও খুদেটি নিজের মনেই সাপকে দেখে চলে। এক বার তার গালও টিপে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও