সালাহর গোলে ম্লান জেরার্ডের ফেরা, কষ্টে জিতলো চেলসি-ম্যানসিটি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১৭:২৪
স্টিভেন জেরার্ডের এই ফেরাটা একটু ভিন্নরকমই। নিজের ঘরের মাঠ বলা হয় অ্যানফিল্ডকে। অথচ, ঘরের মাঠেই তিনি ফিরলেন শত্রু হয়ে। অ্যাস্টন ভিলার কোচ হিসেবে। তবে জেরার্ডের এই স্মরণীয় ফেরাকে ম্লান করে দিলেন মোহাম্মদ সালাহ। তার পেনাল্টিতে ম্লান হয়ে গেলো অ্যানফিল্ডে জেরার্ডের ফেরা।
সালাহর গোলে অ্যাস্টন ভিলাকে ১-০ ব্যবধানে হারাল লিভারপুল। অ্যানফিল্ডে ফুটবলার হিসেবে ১৭ বছর কাটিয়ে ২০১৫ সালে ক্লাব ছাড়ার পর এই ম্যাচ দিয়ে প্রথমবার কোচ হিসেবে (প্রতিপক্ষের) অ্যানফিল্ডে পা রেখেছিলেন স্টিভেন জেরার্ড। বিরোধী পক্ষের কোচ হিসেবে তাকে অবশ্য ব্যর্থতা সঙ্গী করেই মাঠ ছাড়তে হল। আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল লিভারপুলের।