কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একদিনের ক্রিকেটে কেন অধিনায়কত্ব গেল কোহলির

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১৫:০৬

টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি৷ এমনকী বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধও ফিরিয়ে দিয়েছিলেন৷ কিন্তু একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে সেরকম হলো না৷ সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কোহলিকে নেতৃত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল বোর্ড৷ কিন্তু তার তরফ থেকে ঘোষণা না হওয়ায় বোর্ড অধিনায়ক হিসাবে রোহিত শর্মার নাম ঘোষণা করে দেয়৷


কোহলিকে সরাবার কথা না বলে, শুধু জানানো হয়, টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে রোহিত শর্মাকেই অধিনায়ক হিসাবে বেছে নেয়া হয়েছে৷


সৌরভের বক্তব্য কোহলিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার পর মুখ খুলেছেন বোর্ড সভাপতি৷ তিনি জানিয়েছেন, কোহলিকে অধিনায়কের পদ থেকে সরাবার সিদ্ধান্ত নির্বাচক ও বোর্ড যৌথভাবে নিয়েছে৷ বোর্ড এর আগে কোহলিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ করেছিল৷ তা তিনি রাখেননি৷ নির্বাচকরা সিদ্ধান্ত নেন, সাদা বলের দুইটি ফরম্যাটে রোহিত অধিনায়ক হবে৷ বোর্ডও তাদের এই সিদ্ধান্ত মেনে নেয়৷ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও