You have reached your daily news limit

Please log in to continue


২০২১: সমালোচকদের মন জিতেছে যে প্রযুক্তি পণ্য ও সেবাগুলো

২০২০ সালকে কোভিড মহামারী আর লকডাউনের বছর হিসেবে বিবেচনা করেন অনেকে।  কিন্তু, প্রযুক্তি শিল্পের দৃষ্টিকোণ থেকে ২০২১-কে বিবেচনা করলে চিপ সঙ্কটের বছর বলতে হবে একে। চিপ সঙ্কট আর নাজুক সরবরাহ ব্যবস্থার মধ্যেও সমালোচক আর সাধারণ ব্যবহারকারী উভয়ের মন জিতেছে নির্দিষ্ট কিছু প্রযুক্তি পণ্য আর সেবা।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, ২০২০ সালের মতো প্রযুক্তি পণ্যের ঊর্ধ্বমুখী চাহিদা ছিলনা ২০২১ সালে। তবে, এর মধ্যেও থেমে থাকেনি প্রযুক্তি খাতের ‘উদ্ভাবনী বুলেট ট্রেইন’। ভোক্তা পণ্যের বাজারের বিভিন্ন শ্রেণির সেরা পণ্য ও সেবাগুলোর তালিকা প্রকাশ করেছে সিনেট। স্মার্টফোন থেকে শুরু করে গেইমিং শ্রেণির সেরা পণ্যগুলোও স্থান পেয়েছে সাইটটির সম্পাদকদের পছন্দের তালিকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন