এক জেলার ৩ শতাধিক হাসপাতালের নেই পরিবেশগত ছাড়পত্র

বাংলা ট্রিবিউন খুলনা মেট্রোপলিটন প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১৬:০৬

খুলনা জেলায় সাড়ে তিন শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ৯৮ শতাংশেরই নেই বর্জ্য ব্যবস্থাপনা। সেই সঙ্গে তিন শতাধিক হাসপাতাল ও ক্লিনিকের নেই পরিবেশগত ছাড়পত্র।


গত দুই বছরে ৭৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিবেশগত ছাড়পত্র পাওয়ার আবেদন করেছে। তবে একটি প্রতিষ্ঠানও পরিবেশগত ছাড়পত্র পায়নি। কারণ ছাড়পত্র পাওয়ার শর্তগুলো পূরণ করতে পারেনি এসব প্রতিষ্ঠান।


খুলনার পরিবেশ অধিদফতরের পরিদর্শক মারুফুল ইসলাম বলেন, পরিবেশ অধিদফতরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ছাড়পত্রের জন্য ২০২০ সালে ৪১টি, ২০২১ সালে ৩৩টি আবেদন জমা হয়। পাশাপাশি আরও শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারও বিভিন্ন সময়ে পরিবেশগত ছাড়পত্র পেতে আবেদন করে। কিন্তু একটি প্রতিষ্ঠানকেও পরিবেশ অধিদফতর থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়নি। কারণ একটি প্রতিষ্ঠানেও বর্জ্য ব্যবস্থাপনা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও