You have reached your daily news limit

Please log in to continue


উটের কসমেটিক সার্জারি!

সৌদি আরবে চলছে উট নিয়ে বিশ্বের সবচেয়ে বড় উৎসব। ‘কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল’ নামের এই উৎসব উট নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন। আর মূল আকর্ষণ হলো উটের ‘সুন্দরী প্রতিযোগিতা’। শত শত উট অংশ নেয় এই প্রতিযোগিতায়।

বিজয়ী উটগুলোর মালিকেরা সব মিলিয়ে পান কয়েক হাজার কোটি টাকার পুরস্কার। আর এজন্য জয়ী হতে অনেক উটের মালিকই প্রতারণার আশ্রয় নেন। এবারও তেমন ঘটনা ঘটেছে। প্রতিযোগিতায় অংশ নিতে কসমেটিক সার্জারি করার অভিযোগে বাদ দেওয়া হয়েছে ৪০টি উট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন