কোহলির সঙ্গে কথা বলে সৌরভ জানালেন, ‘কোনো সমস্যা নেই’

প্রথম আলো বিসিসিআই প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১৪:৫২

বিরাট কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে জলঘোলা কম হচ্ছে না ভারতীয় ক্রিকেটে। এমন সিদ্ধান্ত নেওয়ায় কোহলি-ভক্তদের তোপের মুখে পড়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীও। অনেকেই এমন সিদ্ধান্তের পেছনে সৌরভের ব্যক্তিগত অভিসন্ধি খুঁজে নিচ্ছেন। তবে সৌরভ নিজেই জানিয়েছেন, নির্বাচকেরা সাদা বলের ক্রিকেটে আলাদা দুই অধিনায়ক চাইছিলেন না বলেই কোহলিকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


গত সেপ্টেম্বরে আইপিএলের দ্বিতীয় অংশ চলার সময়ই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি। তবে তিনি স্পষ্ট করেই জানিয়েছিলেন, টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেও অন্য দুই সংস্করণে অধিনায়কত্ব করে যাবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ব্যর্থ হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে রোহিত শর্মা দায়িত্ব নেন। তবে কোহলির ওয়ানডে অধিনায়কত্ব ‘চালিয়ে যাওয়া’ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো সবুজ সংকেত দেয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও