![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fitaly-20211212135338.jpg)
ইতালিতে ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৯
ইতালিতে একটি ভবন ধসে পড়ার ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া এখনও আরও ৯ জন নিখোঁজ রয়েছেন। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার সকালে ইতালির সিসিলিয়ান শহর রাভানুসায় ওই দুর্ঘটনা ঘটেছে।
দেশটির দমকল সেবা ভিজিলি ডেল ফুওকো এবং বার্তা সংস্থা এএনএসএ'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করার সময় জরুরি বিভাগের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিখোঁজ
- ভবন ধসে মৃত্যু