![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/12/12/joypurhat-kobita-121221-01.jpg/ALTERNATES/w640/joypurhat-kobita-121221-01.jpg)
নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় নয়: কবিতা খানম
ইউপি নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
শনিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কবিতা খানম বলেন, “ভোট মানুষের পবিত্র আমানত, তার যেন খেয়ানত না হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে স্বাধীনভাবে ভোট দিতে পারে-তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”