প্রাথমিকের প্রধানরা এখনও তৃতীয় শ্রেণির কর্মচারী!
মর্যাদা ও সম্মান বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত বছর আগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ঘোষণা করেছিলেন। কিন্তু এখনও তারা রাষ্ট্রের তৃতীয় শ্রেণির কর্মচারী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনীহা ও গাফিলতিতে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা আজও কার্যকর হয়নি। গেজেট জারি হয়নি পদমর্যাদা ও বেতন স্কেলের। তাদের বেতন আগের কাঠামোতেই রয়েছে। এতে প্রধান শিক্ষকরা চরম ক্ষুব্ধ। বিষয়টি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।
প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পদমর্যাদা ও জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে বেতনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিভিন্ন কর্মসূচি পালন করলেও মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীতের সাত বছরেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক সমাজ চরম হতাশ। পাঠদানের ওপরে এর নেতিবাচক প্রভাব পড়ছে। প্রধান শিক্ষকদের পদমর্যাদা ও বেতন বৈষম্য দূর করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।