ফিলিপাইনের জন্য ৬০ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
ফিলিপাইনের অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির জন্য ৬০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি যেন একটি প্রতিযোগিতামূলক ও স্থিতিস্থাপন অর্থনীতিতে ফিরতে পারে, সেজন্যই এ ঋণ অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
ঋণদাতা সংস্থাটি জানিয়েছে, দ্রুত এ ঋণ ছাড় করা হবে। দেশটিতে বিনিয়োগ বাড়াতে, ব্যবসার ক্ষেত্র প্রসারিত করতে ও ব্রডব্যান্ড সার্ভিসের উন্নয়নে এ ঋণ ব্যবহার করা হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নেও এ ঋণের অর্থ ব্যয় করবে ফিলিপাইন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে
১ বছর, ১ মাস আগে